[202] কৃতজ্ঞ বান্দা হওয়ার তাওফীক কামনা ও সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করার প্রার্থনা [৪৬:১৫]

বিভাগ: কুরআনের দোয়া

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي ۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ

উচ্চারণ:

রব্বি আওযি'নী আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা 'আলাইয়্যা ওয়া 'আলা- ওয়া-লিদাইয়্যা ওয়া আন আ'মালা সা-লিহান তারদ্বা-হু ওয়া আসলিহ লী ফী যুররিয়্যাতী, ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমীন।

অনুবাদ:

হে আমার রব! আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যা আপনি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছেন এবং যাতে আমি সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন। আর আমার সন্তানদের মধ্যেও আমার জন্য সংশোধন করে দিন। নিশ্চয় আমি আপনার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।

উৎস:

সূরা আহকাফ ৪৬:১৫

#কুরআন#শুকরিয়া