[200] যালিম শাসক ফিরআউনের যড়যন্ত্র থেকে মুক্তির জন্য মূসা (আঃ) এর আশ্রয় প্রার্থনা [৪০:২৭]
বিভাগ: কুরআনের দোয়া
وَقَالَ مُوسَىٰ إِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُم مِّن كُلِّ مُتَكَبِّرٍ لَّا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ
উচ্চারণ:
ওয়া ক্বা-লা মূসা- ইন্নী 'উযতু বিরব্বী ওয়া রব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিল্লা- ইয়ু'মিনু বিইয়াওমিল হিসা-ব।
অনুবাদ:
আর মূসা বলল, 'আমি আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় নিয়েছি প্রত্যেক অহংকারী থেকে যে হিসাব দিবসে বিশ্বাস করে না'।
উৎস:
সূরা গাফির ৪০:২৭
#কুরআন#আশ্রয়