[18] রুকূ থেকে উঠার দো'আ

বিভাগ: সালাত

سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ

উচ্চারণ:

সামি'আল্লা-হু লিমান হামিদাহ, রব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান ত্বাইয়্যিবাম মুবা-রকান ফীহ।

অনুবাদ:

যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শোনেন। হে আমাদের রব! আপনার জন্যই সমস্ত প্রশংসা, অনেক, পবিত্র ও বরকতময় প্রশংসা।

উৎস:

বুখারী

#সালাত#রুকূ