[116] নজর লাগা থেকে রুকইয়াহ
বিভাগ: রুকইয়াহ
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উচ্চারণ:
আ'ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন কুল্লি শাইত্বা-নিঁও ওয়া হা-ম্মাহ, ওয়া মিন কুল্লি 'আইনিল্লা-ম্মাহ।
অনুবাদ:
আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক ক্ষতিকর চোখ থেকে আশ্রয় চাই।
উৎস:
বুখারী
#রুকইয়াহ#নজর